আকাশ দত্ত

~ কবি পরিচিতি ~





মরশুম 


ভুলে যাওয়ার কোন সংজ্ঞা থাকে না,
এটা ভেবে ভেবে
ভুলে যাচ্ছি সব

পূরোণো ঠাট্টা, অবিশ্বাস আর
যাবতীয় কানাঘুষোর মধ্যে
ঢুকে যাচ্ছে জীবন

তবুও নিবিড় করা ছাদ
তবুও খিল দেওয়া দরজা

এমনটা তো হতেই পারে-
মূল্যবৃদ্ধির আঁচ লাগবে না আর
বিয়োনো কথায়
আমাদের

অথচ প্রতিটি নজরই জানে
অ্যাক্সিডেন্ট মানেই
একলা হওয়া শুশ্রষা

মোড়ের
দোকানে
হারুদার চা-
দুটো কে তিনটে...



আকাশ দত্ত আকাশ দত্ত Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.