মাহমুদ নজির

~ কবি পরিচিতি ~ 





আঁচল


স্বপ্ন এঁকে দিলে
আমার চেতনাজুড়ে,
আমার উজ্জীবিত হৃদয়ের আঙিনায়।
আমি নীরব, নিঃসঙ্গ একা
হারিয়ে গেছি তোমার গোলাপী
লাল ঠোঁটের ভাঁজে ...
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি
শরতের সোনালি আকাশ
বেনারসি শাড়ির আঁচল!
তোমার চুলগুলো এলোমেলো,
পতপত বাতাসে উড়ছে ...


মাহমুদ নজির মাহমুদ নজির Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.