তুষ্টি ভট্টাচার্য্য

~ কবি পরিচিতি ~ 




আমাকে বাঁচাও 


বাঁচাও
বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে চল ওই খাদের ভেতর
খাদ থেকে পাহাড় দেখব , দড়ি বেয়ে বেয়ে উঠে পড়ব চুড়োয়
বাঁচাও ওই আকাশের গা থেকে
নীল- নীল মেখে মেখে অসহ্য এক পাক খেয়ে উঠছে
ছুঁড়ে ফেলে দাও মাটিতে
ধুলো মাখব , গা ঝাড়া দিয়ে সটান উঠে চলে যাব অন্য পাড়ায়
বাঁচাও জল থেকে
নদীর ধারের ঘর ভেঙে দাও
জোড়ের মুখ খুলে গিয়ে হাঁ হয়ে গেছে মকর-মুখো বালা
হাঁ-মুখ গিলে গিলে খাক মাথা , অন্ত্র , নখ
বাঁচাও আগুনের তাপ
পুড়িয়ে-মুড়িয়ে খাক করে দাও সেয়ানা-পাগল চুলের বাহার
খড় গুঁজে দাও মুখে , পেট্রল ঢেলে পুড়িয়ে দাও এই শরীর
বাঁচাও অন্ধকার চোখ থেকে
বাঁচাও...।



তুষ্টি ভট্টাচার্য্য তুষ্টি ভট্টাচার্য্য Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.