মামনি দত্ত

~ কবি পরিচিতি ~ 




নীরব কথা




হেমন্তের কুয়াশা বনে
জোছনা গন্ধ সাপের গা দিয়ে গড়িয়ে যায়।

উড়ন্ত নক্ষত্রদ্বয় এখনো ফেরেনি
চোরাবালি তে পা ডুবিয়ে গানের সাথে আজ ওরা,

হরিণীর পায়ে সাঁতার কাটে নুপুর
ছন্দময় কাল ঘড়ির আগে ছোটে আর ছোটে ---

ফেরেনি আজও সে আর ও ---
ভোরের শিশির ঘুমিয়ে পড়েছে খোলা জানালায়

একাকিত্বের বেহাগ সুরের দিকে আঁচল উড়িয়ে।



মামনি দত্ত মামনি দত্ত Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.