![]() |
| ~ কবি পরিচিতি ~ |
বাদামি পাহাড়ে
বাদামি পাহাড়ে পাথুরে বাগান প্রাকৃতিক মনুমেন্ট
ধুলোওড়া পথের দু’পাশে ছন্নছাড়া ক্যাকটাস ।
বিমর্ষ আত্মাকে বলি - ও আমার পাগলিনী বোন,
এই আকুল জার্নির শেষ নেই ,কেউ কি জেনেছে
প্রার্থনার পরিণতি, গৃহের উদ্দেশ ?
শুধু ভাবি , আড়ালে কোথাও বাজবে গীটার
দাড়িওয়ালা সন্তের হাতে তারগুলো কেঁপে উঠে
ফোটাবে অজস্র লিলি, অ্যাস্টেরিয়া ফুল
আমিও কখনো কালো ঘোড়া ভালোবেসে
কিনবো নরম জিন্ , উড়ন্ত চাবুক
কড়া মদ পেড়ে ফেলতেই অস্ফূট প্রলাপ
কেউ কি বলেছে, কোথায় পরিখা বিপদজনক মোড়
শূন্যতার গহ্বর হা করে আছে
কেউ শুনবে না-- এমন মুহূর্তে গান গাওয়া ভালো
প্রান্তরের হাওয়া, রোদসী মেঘের দল বিচারক
ভুবনচিলের ডানা এক প্রতিজ্ঞার নাম ,সে কখনো
নাম লেখানোর কথা ভেবেও দেখেনি
অনেক উপরে, আরো উঁচু ভবন ছাড়িয়ে
উড়োজাহাজের কাছে, অদৃশ্য গ্রহের দিকে
চলে যেতে চায় ?
কী কী লেখা হয়ে গেছে -- এই ভেবে কেউ লিখতে পারে না
অনিচ্ছুক সঙ্গমের মতো প্রখর কন্টক আমি কি জানিনি ?
ছিঁড়ে যাওয়া ত্বকে গন্ধযুক্ত মলমের মতো পুনরায় সন্ধ্যা আসে
ব্লাউজের খসে যাওয়া বোতামের দিকে চোখ ..
সরদার ফারুক
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন