দেবী
আশ্বিনেতে সোনা ফলায় ক্ষেত ও বালুচর,
মায়ের ডাকে উমারানী ফিরছে নিজের ঘর।
বাপের বাড়ী মেয়ে ফিরছে অনেকদিনের পরে,
কত গল্প কত কথা তোলা মায়ের তরে,
স্বাতী,সোমা,বিন্দু,সোনা,আজকের ‘নিরুপমা’,
তাদের জন্য চোখের জলে ভাসছে কত মা,
সুরোদিদি কাঁদবে জানি,কোলের বাছা কই,
তিনবছরেই পশুর হাতে ধ্বস্ত সে মেয়ে নেই।
ভালবেসে সব খোয়ানোয় চোখে শুধু বন্যা,
ভ্রষ্ট মেয়ের নষ্ট দেহের লজ্জা তো নয় কান্না।
জন্মের শোধ অসহায় মা,অজাতিকা ভ্রূণ,
না জন্মেই শোধ করে যায় মেয়েজন্মের ঋণ-ও,
সোনাগাছি, হাড়কাটা লেন, কত গল্পগাথা,
মেয়েজীবনের কালোসময় বিনি সুতোয় গাঁথা।
ওরাও মেয়ে, মায়েরা সব আজও প্রতীক্ষায়,
আসলে পূজো মেয়েকে খোঁজে দূর্গাপ্রতিমায়।।
- কলকাতা -
অভিলাষা দাশগুপ্তা আদক....
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন