অনিমেষ সিংহ

~ কবি পরিচিতি ~ 




একরত্তি 



একরত্তি উৎরে গেল।
কলিং বেল বাজল।শ্রাবণ বাজল।
ঊলুদের বেশরম উল্লঙ্গতা মেয়েরাই বাজাল।
উল্লঙ্গতা বেজে উঠল।

ভাদ্রে লগ্ন নেই ,ধান আর নদীর মানুষ বলে-

শ্রাবণে গেছিল বেহুলা।
শীতে গেলে সাপ থাকত শীতঘুমে ব্যাঙেদের বুকে।

শীতে গেলে হাতে থাকতেই পারত মাসমাহিনা।
বুদ্ধিজীবিদের বিষে বিষক্ষয় না করলেও উৎরে যেত
মহাপুরুষ , লক্ষ্মীন্দর।

একরত্তির একটা পি এইচ ডি চাই
একটা রেড বেল্ট
একটা একে ফোর্টি সেভেন,
আর অজস্র বারুদ ।

আমি হলে কামান দিতাম কিনে।




অনিমেষ সিংহ অনিমেষ সিংহ Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.