
কবি পরিচিতি
স্বাধীনতা আমার
স্বাধীনতা আমার
জীবনের দামে কেনা অমুল্য সম্পদ
স্বাধীনতা আমার
লাল সবুজের পতাকা
শহীদের রক্ত নদ ।
স্বাধীনতা আমার
মুক্ত স্বাধীন নির্ভয়ে কথা বলা
স্বাধীনতা আমার
বাংলাদেশ সামনে এগিয়ে চলা ।
স্বাধীনতা আমার
বিশ্বের বিস্ময় আমার অহংকার
স্বাধীনতা আমার
স্বপ্নের সিড়ি বিজয়ে;
নয়তো কোনো হার।
- ঢাকা -
সফিউল্লাহ আনসারী
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:

thanks প্রিয়দীপ
উত্তরমুছুন