
কবি পরিচিত
স্বাধীনতা
অম্ল,রাত্রে চাঁদেরহাট,
স্বাধীনতার অর্থ আপসে!
রক্ত এ ভূমি নিয়েছে শুষে
শুধু দিয়েছে নিরব জলের স্তর।
রজনীগন্ধার সুবাসে বাসর সেজেছিল,
রক্তর নিরব প্রবাহে কাম রাত্রি ছেড়েছিল।
নিস্তব্ধতায় চিতা জ্বলেছিল
আর তাতে জ্বলেছিল স্বাধীনতা।
এক বুক জ্বালা নিয়ে
বিরহের শতাব্দী জ্বলেছে।
শরতকাল কালো মেঘে ঢেকেছে
অম্লান তবুও তাদের হাসি থেকেছে।
তবে!
শ্রাদ্ধ করে রজনীগন্ধা দিয়েছ ঝুলিয়ে,
পালনে পালনে ক্ষতবিক্ষত করেছে,
প্রতিনিয়ত পন্য তুলছে করে।
হে বীর, তুমি কি জন্ম নাওনি??
না নিঃশব্দে মায়ের আচল দিচ্ছ ভিজিয়ে।
আর কবে? সেই বিপ্লবমুখী হবে,
নিরন্তর জীবনকামী সমাজে আগুন
জ্বেলে দিবে।
নিরন্তর ভাবুক আমি,অক্ষম প্রতিবেশী
রক্তের খেলায়,তবুও আগুনে আগুনে
জ্বলে, তোমাতে জ্বলেছি আমি।
রক্ত ক্ষরনের স্বাধীনতা দাও
মুক্ত করি প্রান।
নিরন্তর রক্ষায় জন্ম নাও,
স্বাধীনতার জন্ম দাও।
- শিলিগুড়ি -
দেবজিত সাহা
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন