কবি পরিচিতি
তোমার চিঠি
তোমার চিঠি পেয়েছি আজ
আকাশমেঘ বেলা
তোমার সাগর জল থই থই
নীলরঙাপাড় খেলা ।।
চিঠির আখর ছড়িয়ে দিলে
বৃষ্টিঝরা সাঁঝে
আসবে তুমি একলা আপন
মনহারানো কাজে ।।
চিঠির পাতে লিখেছিলে
রামধনুরং দিয়ে
জ্যোস্না মায়ায় ভাসবো দুজন
চাঁদসাথীকে নিয়ে ।।
সুরের আভাস ভিজিয়ে দেবে
সুরবিলাসী মন
ভাবছি বসে তারার আলো
দিকহারানো ক্ষণ ।।
কোন দেশে রও চুপটি করে
সাতসাগরের তীরে
হারিয়ে যেতে আসবে আবার
স্বপনমায়া ঘিরে ।।
পারিজাতের কাননে আজ
পরাগরেণু ঘ্রাণ
তোমার অভিষেকের তরে
বাঁধনহারা প্রাণ ।।
- কলকাতা -
সুপ্রিয়া চক্রবর্তী
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন