ফারহানা খানম






পৌরাণিক নারী! 




স্নান সেরে পরিপাটি বেশে এসে দাড়াও তুমি
পৌরাণিক নারী!
সকালের প্রথম আলোর স্পর্শ লাগে
নীল প্রজাপতি উড়ে যায় অপরাজিতার লতায়
বিমূর্ত লাগে ক্ষণগুলি।
হটাৎ কোথা হতে উড়ে এলো মাছি
ডাস্টবিনের ভিষন দুর্গন্ধ ঢোকে নরম ঘাসে
পাড়ার অন্তঃপুরে।

কাকেরা ঠোঁকাঠকি করে বেশ গল্প ফাঁদে
গল্পগুলো ওড়াউড়ি করে বাতাসে
লুফে নেয় প্রাতঃভ্রমনের আমুদে পথচারীরা
তারপর ... অন্দরমহলে মেকি হাসির ফোয়ারা।
তুমি ঠিক জানো কি করে অতীত
হলাহল টেনে নিয়ে ইলিউশনে তৃপ্তি খোঁজা যায়।
কি করে আমোদ আহ্লাদের গল্প
আশ্রয় করে ঢুকে পরা যায় অন্তঃস্থলে।

তবে এভাবেই কি কুমারী আবেগে পূর্বরাগ জীবনের
অমরত্ব পাওয়া যায়!

কবি পরিচিতি 
- ঢাকা - 
ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.