সোনালি ব্যানার্জি






মনের ক্যানভাসে



কখনো কখনো জীবন
ধূসর আর নীল রঙে আঁকা বিষাদ ও যন্ত্রনার
ছবি হয়ে রয়ে যায়।
প্রতি চুমুকে বিষন্নতা পান করতে থাকে
জীবনীশক্তি।
একটু একটু করে সব রঙ শুষে
ক্যানভাস হয় হিমশীতল মেরুপ্রদেশ।
সারা পৃথিবীর ভালবাসা হার মানে
একটু উষ্ণতার লাল রঙ ঢেলে দিতে।
রামধনুর সাত রঙে
তুমি আকাশে ছবি আঁকো,
এক সামান্য মেয়ের মনের ক্যানভাস
রাঙানো কি তোমায় মানায়?
বর্ণহীন তুলির আঁচড় কেটো না আর,
অনেক ভুলেছি ছেলেখেলায়।
লাল রং তো দিতে পারবে না জানি,
এক ফোঁটা কালো রং দিও আঙুলের ছোঁয়ায়।
তবু তো বুঝতে পারব যে
আজও আমার অস্তিত্ব আছে কোনোখানে।

- কোলকাতা - 
সোনালি ব্যানার্জি সোনালি ব্যানার্জি Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.