সাঈদা মিমি







রঙিন বসন্ত





বিবর্ণ শীতে, যে ছোট্ট
নাইটিঙ্গেল উড়ে এসেছিলো;
স্তেপ পেরিয়ে, দূর্গম
তাইগার জঙ্গল, পাশ
কাটিয়ে বরফের
শ্বেত পথসমুদ্দুর !
আমার জানালায় সে
রেখে গেছে, রঙিন বসন্ত ।

ঢাকা ।


সাঈদা মিমি সাঈদা মিমি Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.