
ধর্ষিত ভালোবাসা ও বিশ্বাস
কেউ খেলে দেহ নিয়ে কেউ মন নিয়ে খেলে
শুধু দৈহিক অত্যাচারকেই ধর্ষণ বলে?
ভালোবাসার নামে যে চলে শরীর নিয়ে খেলা
সেটা কি কিছু নয়, তাই হচ্ছে অবহেলা?
ভালবাসা আর বিশ্বাসকে করে পদতলে পিষ্ট
কি করে কাজ করে লোকে এত নিকৃষ্ট?
মানুষের আর নেই মান, নেই হুঁশ কোনো
কি করে নিজেদের মোরা সভ্য বলি এখন?
গুরুজনের আশীর্বাদ, দাদা-ভাইদের ভালবাসা
দেহের খাঁজে বন্দী, আর নেই কি কোনো ভরসা?
কলকাতা ।
সৌমালী পাল
Reviewed by Pd
on
জুন ২৭, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
জুন ২৭, ২০১৩
Rating:
.jpg)
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন