রত্নদীপা দে ঘোষ









অপরাধ 



প্রত্যেকেই কম বেশি অপরাধপ্রবণ
যাদের মধ্যে এই প্রবণতা অত্যধিক তারা হাসতে হাসতে 
খুন জখম এমনকি ধর্ষণ অব্দি করে ফেলতে পারে
আর যারা ভীতু প্রকৃতির তারা রাস্তায় নামে , চিৎকার করে 
শোষকের বিরুদ্ধে চোয়াল শক্ত করে শ্লোগান দ্যায় 
মোমবাতি জাপটে ধরে রাখে ...
জ্বলন্ত একটি পুংদণ্ড
হাসতে হাসতে ঢুকে পড়ে মিছিলের গর্তে ...


কলকাতা ।

রত্নদীপা দে ঘোষ রত্নদীপা দে ঘোষ Reviewed by Pd on জুন ২৭, ২০১৩ Rating: 5

২টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.