সুনীতি দেবনাথ

সুনীতি দেবনাথ
 অন্য অনুভব 

বিশালতায় ডুবে যাই আমি —
ডুবে যায় চাঁদ পশ্চিম আকাশে
ওঠে সূর্য বিলাসী বৈভব নিয়ে
আকাশের আঙিনা জুড়ে স্পষ্ট দৃঢ়তায়।
তাকালাম সামনে বিস্ময়ে দেখি
সবকিছু ডুবে গেছে কিছু নেই
অন্য বিশ্ব এক অজানা অচেনা
দৃষ্টির পরিসীমায় মেলেছে নিজেকে।
এখন শুধু বৃষ্টি সারাক্ষণ
সারাটা জগৎ জুড়ে।

আকাশ মহাকাশ হয়ে পরাবাস্তবতাকে ছুঁয়ে
বাস্তবে মিশে গেছে অলৌকিক জল মহিমায়,
তারপর অঝোর বর্ষণ আদি পৃথিবীর মতন,
এমন বৃষ্টি এমন ঘোর বরিষণ
ধুয়ে মুছে নেবার মতন
সমগ্র বিশ্বকে
আর কোনদিন হয়নি দেখিনি তো
দেখিনি তো জানিনি তো পৃথিবী আকাশ মিশে
একাকার হয়ে যেতে ধূসর হাহাকারে।

শুধু জল আছে সমগ্র মহাকাশ জুড়ে
শুধু পতন আছে অলৌকিক বর্ষণের মত
শুধু ক্লান্ত এক পৃথিবী আছে ভাসিয়ে নেবার মত
যুগান্তরের প্রলয়ের সন্ধিক্ষণে মহা বিস্তার আছে।

হারালো সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র প্রাণিত সবুজ পৃথিবী,
শুধু একাকী বোধ জেগে ওঠে বর্ষণ প্লাবিত চরাচরে—
সৃষ্টির অন্তরে এক শুদ্ধ সত্তা চিরায়ত আলো
প্রজ্জ্বলিত আছে অনির্বাণ জ্যোতি নিয়ে,
সবশেষে সব প্লাবনের শেষে বোধিবৃক্ষের মত
অবশ্যই জেগে উঠে নতুন প্রত্যাশার তীরে!


সুনীতি দেবনাথ সুনীতি দেবনাথ Reviewed by Pd on আগস্ট ৩১, ২০১৭ Rating: 5

২টি মন্তব্য:

  1. আজ আপনি নেই। অথচ মিছিল জুড়ে আপনার অক্ষর আল্পনা আজও একই রকম। অন্তিম শ্রদ্ধা।

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.