আয়ুর্বেদ
আমার মন এখন স্থির জানো তুমি
ঘুমের ইশারা খুলে অংশ নিয়েছি রাতভোর খেলায়
হার অথবা জিত
হাত বাড়িয়েই আছি নাকি প্রতীক্ষা
ভুলে যাওয়াটির নাম দিয়েছি দীঘিপাড়
গঙ্গায় যমুনায় যে তুরীয় তীর
তার নাম রেখেছি পদ্মের শালুকহাসি
তোমার সাঁজোয়াটি আকাশে এমন যুদ্ধরব
রথের ভেতরেও এমন সুখ
সুখের ওপরে হাঁটি যেন
ফুলের নাগকেশরে অবাণিজ্যিক প্রজাপতিটি
আমাকে কি আর শাসন দেবে তুমি
মায়ামুখে তুলে দেবে অক্সিজেনের হাস্যকলা
নিরাময়ের আঘাতে ফের চঞ্চল হবে উপনিবেশের পাপড়ি
আরও জোরদার অপরূপ তারাময়
তৃতীয়া নিভৃতি
কিশোরীপক্ষের এক অকালপক্ক চাঁদ
সম্ভাষণে থইথই দেবে
পাথুরে শিল্পপ্রদীপ হাতে প্রত্নবিদ
অন্ধকার সরে গেলে যে সকল আলো
আরও জোরদার
আরও সঙ্গীতময় মাধ্যাকর্ষণের ঔরস
সেই আচম্বিতে জেগে যাবে লোভ জিভ
আর লালার আয়ুর্বেদ
আমার মন এখন স্থির জানো তুমি
ঘুমের ইশারা খুলে অংশ নিয়েছি রাতভোর খেলায়
হার অথবা জিত
হাত বাড়িয়েই আছি নাকি প্রতীক্ষা
ভুলে যাওয়াটির নাম দিয়েছি দীঘিপাড়
গঙ্গায় যমুনায় যে তুরীয় তীর
তার নাম রেখেছি পদ্মের শালুকহাসি
তোমার সাঁজোয়াটি আকাশে এমন যুদ্ধরব
রথের ভেতরেও এমন সুখ
সুখের ওপরে হাঁটি যেন
ফুলের নাগকেশরে অবাণিজ্যিক প্রজাপতিটি
আমাকে কি আর শাসন দেবে তুমি
মায়ামুখে তুলে দেবে অক্সিজেনের হাস্যকলা
নিরাময়ের আঘাতে ফের চঞ্চল হবে উপনিবেশের পাপড়ি
আরও জোরদার অপরূপ তারাময়
তৃতীয়া নিভৃতি
কিশোরীপক্ষের এক অকালপক্ক চাঁদ
সম্ভাষণে থইথই দেবে
পাথুরে শিল্পপ্রদীপ হাতে প্রত্নবিদ
অন্ধকার সরে গেলে যে সকল আলো
আরও জোরদার
আরও সঙ্গীতময় মাধ্যাকর্ষণের ঔরস
সেই আচম্বিতে জেগে যাবে লোভ জিভ
আর লালার আয়ুর্বেদ
রত্নদীপা দে ঘোষ
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০১৭
Rating:

আপনার মন্তব্য লিখুন...zotobar por.....mugdho hoi......
উত্তরমুছুন