অন্ধকারে এসো
আলোয় তোমার মুখ চিনতে পারিনা
রোশনাই ঢেকে দেয় চোখের পল্লব
রাস্তায় রূপবান সূর্য ছুটে গেলে
পিছনে থেমে যায় বস্তির কলরব।
কিছুটা থেমে থাকা বাকিটা চলবার
পথের কথামত কোথাও শেষ নেই
সুখের দিন যদি বিপদ ডেকে আনে
আসলে ভয় তো পুরোটা সেখানেই।
নিঝুমে তোমাকেও শুনতে চাইনা
শূন্যে বেজে চলে অন্য কোন স্বর
পারতো কোন দিন অন্ধকারে এসো
স্তব্ধতা শুষে নেবে ব্যাপ্ত চরাচর।
তারাশংকর বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

পারতো কোন দিন অন্ধকারে এসো
উত্তরমুছুনস্তব্ধতা শুষে নেবে ব্যাপ্ত চরাচর।----osadharon