তারাশংকর বন্দ্যোপাধ্যায়

তারাশংকর বন্দ্যোপাধ্যায়

যখন  যেমন  চায়

সবই সে গুছিয়ে রাখতে পারে
মুক্ত নীলাকাশ কিম্বা ঘামসিক্ত জামা
যেখানে যতটুকু ধরে।

অরণ্য প্রতিম তার মায়া
তার চোখে উদাসী বাউল হয়ে নাচে
দুপুরের রোদ কিম্বা বিকেলের চলে যাওয়া ছায়া।

অবহেলা তার কাছে আর এক আদর
ভালোবাসে মাঝিদের জল ছেড়ে ছুটে যাওয়া
নদীটির তীর বরাবর।

কখনো সে কাছে ডাকে কখনো সরিয়ে দেয় দূরে
যখন যেমন  চায়
              হরিণ  বা  বাঘশিশু
                     শুয়ে  থাকে  তার  কোল  জুড়ে।





তারাশংকর বন্দ্যোপাধ্যায় তারাশংকর বন্দ্যোপাধ্যায় Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

৩টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.