অলিখিত সময়
১।
আমি কি এই
মুখ গুঁজে চুপচাপ বুকের
বা পাঁশে যেমন চিনচিন
অস্থি পিঞ্জরে শোভন
অলুক্ষণে প্রহরায় কাটানো দিন
আমি কি এই
রাজকীয় উৎসবে হেঁটে যাই
মন্ত্র উচ্চারণ সবুজাভ ঘাসে
রোশনাই বাঁধা চোখ বন্দরে ঝলসাই
আমি তো সে নই
আকাংখার তৃষ্ণার্ত ঠোঁট
খাদক অভিলাষ সূচনার পথ
আলোকবর্ষের মধ্যমা মত
খেসারতের রক্ত পলাশের জোট
আমিও খুলে দেই সে আস্তাবল
যখন আমদের কণ্ঠরা খোলে প্রবেশদ্বার
বিপরীত বাহু থেকে তুলে আনে পাখিমন
গানের সঙ্গম
শান্তি চেতনায় দীর্ঘায়ু করে যে পৃথিবী আলোর চাদর............
২।
সেই তো দীঘল রাত টুপটাপ ঝড়ে পড়ছিলো
হাস্নুহেনার সুবাস দূরে কোথাও
রাত বাড়ছিলো ট্রেনের হুইসিলও
দরজা আমার খোলাই ছিলো
যেমন থাকে রোজ বিরতি বেলার মিলও
তুমি গেলে দু'হাতে
আগুন মশাল আর ভাষার সৌরভে
শহীদ মিনারে উবু হয়ে আছে
দোদুল্যমান মানব
বর্ণ ভাঙ্গার অপরাধে ......
৩।
চোখের সুগন্ধ গহিন জঙ্গলে
চেহারা চিনে নিতে
খোঁজে দেবশিশুর ডেরা
শূন্য হোল বুঝি অধির বোধন
প্রার্থনায় মাটিতে যা হয়েছিলো শোধন
হাজার পত্রিকার শিরোনামটিতে
মোড় ঘুরে যাক সবাই নিরাপরাধ পৃথিবীতে .........।।
তাসমিন আফরোজ
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:

চমৎকার। সময়ের অসহ্য যন্ত্রণা। পংতিতে পংতিতে।
উত্তরমুছুনচমৎকার। সময়ের অসহ্য যন্ত্রণা। পংতিতে পংতিতে।
উত্তরমুছুন