বৃষ্টি
সকালবেলা দেখলাম উঠে নতুন এক সৃষ্টি ,
মেঘলা আকাশ ঝলমলিয়ে হচ্ছে কেমন বৃষ্টি ।
হাওয়ায় দোলে, গাছপালা সব নেচে ওঠে
বিদ্যুতেরই চমক দেখে আনন্দে হেসে হেসে।
বাঁশ বাগানে পরল এসে বিরাট এক বাজ
আলোয় আলোয় আলোকিত হল
বৃষ্টি মহারাজ ।
জানলার ধারে আমি ছোট্ট খুকী ,
বৃষ্টির রঙে ক্যানভাস রাঙ্গিয়ে তুলি ।
মা এসে বলে ওরে বৃষ্টির জলে বিছানা ভিজিয়ে ফেললি ।
বদ্ধ ঘরে ঘরে প্রাণটা বুঝি বেরিয়ে গেল এক্ষুনি ।
উপাসনা চক্রবর্তী
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:

ভাগ্নী আমার কতো ছুট্টি
উত্তরমুছুনদেখতে কি দারুণ মিষ্টি।
thanks mama
মুছুনOur future poet. I wish her every success. Thanks.
উত্তরমুছুন