দীপিকা শিকদার

dipika

              
শুভাঙ্গন

স্বপ্নীল রাতের মস্ত প্রলাপ
অধরা তটে আনকোরা নাম তোর
মেহগনি রূপক পার্সি গোলাপ।

বিধ্বংসী তটে বিতর্কী সৌরভ
তরলের নামে গিলছে সবাই
গরলের নামে হারাচ্ছে বহু গৌরব।

সিনথেসাইজারে জমা ধূলির সামীয়ান
পারিস কি হতে রক্ষ তটে মোর সুখ সামীয়ান!
মোহনের বাঁশি মানে বেহেস্তের সুরঞ্জন!
আকর্ষণ বিকর্ষণে হয়নি তার মোহভঞ্জন।

তবু শিশিরের স্পর্শ হতে তোকে করা আলিঙ্গন!
উড়তে চাওয়া সুখ পাখিটি নাম দিলেম তোর শুভাঙ্গন।





দীপিকা শিকদার দীপিকা শিকদার Reviewed by Pd on মে ২৫, ২০১৬ Rating: 5

২টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.