ফিরে এসো পরিযায়ী
পরিযায়ী তুমি ফিরে যাও,
আকাশের রংএ নীল খুঁজোনা,
বাতাসে ভোরের গন্ধ খুঁজোনা ৷
মেঘের বুকে কান রাখার তাগিদ
তোমার নেই যখন,
তখন কি কাজ তোমার পরদেশে !
ফিরে যাও, যেতে যেতে শুনে যাও -
সাতপুরা পাহাড় আর
আমবাগানের চুপকথা ৷
যদি পারো ঝোলায় নিও
চিলেকোঠার বন্ধুহারা কান্না,
মন হারা মনের গল্প ৷
তবু বলব, তুমি তো পরিযায়ী,
যদি পারো ফিরে এসো
কাল নাহয় বছর কুড়ি পর ৷৷
-
মৌসুমী মিত্র বৈদ্য
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:

ভীষন ভালো লাগল। এমনই আরও সৃষ্টির অপেক্ষা রইল।
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুন:)
উত্তরমুছুন