লেসবিয়ান
নদী জলে মিশে গেছে পাপ ধুতে কন্যা
ঝিকিমিকি বালুচরে তাল ও তমাল
শিহরিত রূপসীর লাল ঠোঁটে বন্যা
কার প্রেম কত ভারী জানে কী কপাল !
দাঁড়ের ছলাৎছল সঙ্গমে মাতে
মাছরাঙা নীলে জাগে উদ্ধত বুক
ক্যামেরায় চোখ, খাড়া এক পা'তে
ক্লোজশটে সারী টির রবাহুত শুক।
শূণ্যতা নতমুখে বাঁধানো সিড়িতে
একেএকে সরে যায় খোলসের স্নান
পারলৌকিক মানবিক অভিমানে
অভিনেত্রীটি নাকি লেসবিয়ান।
ঝরে গেছে দিশাহীন সীমারেখা পারে
উপোসী হৃদয়ে কার ছিন্ন ইতিহাস
রুটিন জীবন ছেড়ে সোনারোদ খুঁজে
অসহায় কালোমেঘে ভাঙল আকাশ।
এ জীবনে আজীবন ধার ছিল আলো
চাঁদ ছিল চোখবোজা গর্ত হাজার
মৃত্যু সুযোগ নিল সযত্ন ভাঁজে
ক্রমশ কুঁকড়ে গেল সমাজ সংসার।
এসো যদি এসো ফের নারীরস্বভাবে
ধ্বংসের আগে ফুলে ও ফসলে
ভালোবাসা জাতে উঁচু জানলেতো ঠিক
কেউ কি জন্মায় বলো মৃত্যু আঁচলে?
অদিতি চক্রবর্তী
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:

কেউ কি জন্মায় বলো মৃত্যু আঁচলে?-- দারুণ উচ্চতায় নিয়ে গেছে কবিতাটিকে। ভাল ভাবনা, ভাল উপস্থাপনা। বানানের দিকে একটু নজর কাম্য
উত্তরমুছুনভাল ।
উত্তরমুছুন