রিংকু কর্মকার চৌধুরী

rinku



ক্ষয়





মুঠ‌ো ভরা বাল‌ি ,  পাখির স‌োনাল‌ি ডানায়
ব‌েড়ে যায় বয়সের
দ‌িনক্ষন!
আজ নরম জমীন‌ে য‌ে য‌ৌবন চাষ,
কাল কাকভ‌োরে শ‌িউল‌ি আব‌েশে, ঝর‌ে পড়ব‌ে হলুদ বৃন্ত থ‌েকে!
বাধা দাওনি  কেন সন্দ‌ি‌পন ?
সাজান‌ো সংসারে ঘুণপ‌োকা হয়ে
ক্ষয়‌ে যাচ্ছি,
তুলস‌ি সন্ধ‌ে,জিরে গুঁড়‌ো, পর‌ি‌পাট‌ি ব‌িছানায়!
একট‌া নরম কব‌িতা রাত‌ের আশায়
উঁইয়‌ের বসত কর‌িয়েছি
শরীর‌ে !
ফিরে এস‌ো সন্দীপন
অকাল ব‌োধন‌ে, ত্যাগ‌ের
মুঠো খুলে, জ‌েগে ওঠ‌ো
শরত‌ের গুঁড়‌োকাশ‌ে!


রিংকু কর্মকার চৌধুরী  রিংকু কর্মকার চৌধুরী Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.