মোহাম্মদ আন্ওয়ারুল কবীর








"শালা পুলিশের ঘরে পুলিশ। আমরা খাই গতর খাটাইয়া, আমাগোরও ইজ্জত আছে। শুয়োরের বাচ্চা, হারামখোর, তোরা ভাউরাগোর চাইতেও খবিস ..."

পূর্ণিমার মুখ ছুটেছে আজ, চলছে অশ্রাব্য গালির নহর।

আমি কনস্টেবল হামিদ। মংলায় পোষ্টিং আজ বছর খানেক। ফ্যামিলি আনিনি। বাচ্চাদের নিয়ে বউ থাকে গ্রামের বাড়িতে। বানিসান্তায় পূর্ণিমার ঘরে তাই আমার নিয়মিত আসা যাওয়া। বিশ/বাইশ বছরের পূর্ণিমাকে আমার প্রথম দিনেই ভালো লেগে যাওয়ায় ওর বান্ধা খরিদ্দার হিসেবে আসি প্রায়ই।

পুলিশের উপর পূর্ণিমার ক্ষেপে যাওয়ার কারণ মাসির কাছে জেনেছি। আজ খুলনা থেকে ট্রলারে চেপে একদল পুলিশ এসে পাড়ার অনেক মেয়ের সাথে কাজ করে পয়সাপাতি না দিয়ে চলে যায়।

পুলিশদের গালাগালি করায় প্রথমটায় কিছুটা রাগ উঠলেও মূহুর্তেই নেতিয়ে পড়ি। ইউনিফর্ম পড়া নেই। ইউনিফর্মে মেজাজটা থাকে অন্যরকম, মানুষকে তখন আর মানুষ মনে হয় না। সিভিল ড্রেসে আমি মানুষ বনে যাই। পূর্ণিমার এখানে সিভিল ড্রেসেই সবসময় আসি। আদুরে কন্ঠে তাই বলে উঠি, "পূর্ণিমা, তুই ঠিকই কইছোস।পুলিশরা হারামখোর। তয় সব পুলিশ কি একরকম? এই যে দেখ না আমারে ..." 

~ পরিচিতি ~ 

মোহাম্মদ আন্ওয়ারুল কবীর মোহাম্মদ আন্ওয়ারুল কবীর Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.