মুস্তফা কামরুল আখতার









অপ্রকাশিত 




পত্রিকাগুলো ছেপেই চলেছে, চ্যানেলগুলোতেও অনবরত মানুষের স্রোত আর মানুষের কথা, হৃদ-কথাগুলো গুলিয়ে যায় । অনু-গল্প, ঝড়ো সংলাপ, চা-কথন, কেঁপে ওঠা বুক, কষ্ট-কল্পিত সুখ, না-ফোটা কুঁড়ি, চেপে যাওয়া আর্তনাদ সব, সব শুষে নেয় আমাদের সাজানো অলীক মঞ্চ ।
নিষিদ্ধ গন্ধমে যে উপত্যকার জন্ম, সাগর-মরু আর সমতট সেখানে প্রয়োজনে অবরুদ্ধ মানুষ আর নিয়মের নিগড় - সেখানে তোমার আর আমার খবরের ঠাঁই কই, বলো ?
হাতের রেখায় বালিয়াড়ি, কখন খুব ধীরে ধীরে আর এক নগর পত্তন, রক্তহীন অভ্যুত্থান, নতুন পালক, ঘুণপোকার সশ্রম বসবাস, সব হয়ে যায় তোমার সৌখিন ক্রীড়ায় এবং আমার দুই কামরার রাজত্বের অস্তমিত সূর্য । টেরই পাইনি !
প্রতিনিয়ত চাঁদ-সূর্য একই শৈলীতে মগ্ন, থেমে যায়নি কখনো, তোমার নৈপুণ্যে ছাউনি ভাঙা এক প্রাণ সংবেদী কিসসায়, বেপরোয়া গাড়ি, রাত্রির আবাস একই সাথে চলতেই থাকে । মাকড়সা বোনে রহস্য, জালের ওপাশে ক্রুর হাসিতে চাপা খবরের শব, কিছুই অজ্ঞাত ছিল না তোমার ।
ছেপেই চলেছে, পত্রিকা আর অজস্র চ্যানেলে, শত রূপান্তর আর নতুন প্রযুক্তির কথা ।
তবে, বড় শিরোনামে আর যন্ত্রণার ইলাস্ট্রেশনে রঞ্জিত খবরটি, গুরুত্বপূর্ণ, তোমার আর আমার শেষ হয়ে যাওয়ার গল্পটি ছাপে না ।


চট্টগ্রাম ।
মুস্তফা কামরুল আখতার মুস্তফা কামরুল আখতার Reviewed by Pd on সেপ্টেম্বর ০৫, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.